• ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিএনপির সন্ত্রাস নৈরাজ্য অগ্নিসংযোগের প্রতিবাদের আঃলীগের বিক্ষোভ ভোলায়

risingsylhet.com
প্রকাশিত নভেম্বর ৯, ২০২৩
বিএনপির সন্ত্রাস নৈরাজ্য অগ্নিসংযোগের প্রতিবাদের আঃলীগের বিক্ষোভ ভোলায়

মোঃ হোসেন, ভোলা প্রতিনিধি ;; বিএনপি ও জামায়াত দেশব্যাপী হরতাল ও অবরোধের নামে সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও মানুষ হত্যার পরিকল্পনা করছে বলে জানান, আওয়ামীলীগের নেতৃবৃন্দরা, তারি প্রতিবাদে ভোলায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ০৯ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে কৃষক লীগ, তাঁতী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচি পালনে অংশ গ্রহণ করেন।

অন্যদিকে ভোলা জেলা শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে এসে মিলিত হয়। এ ছাড়াও ভোলা জেলার গুরুত্বপূর্ণ স্থানে এবং প্রত্যেকটি উপজেলায় এই অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানান দলের শীর্ষ নেতাকর্মী।

ভোলায় হরতাল-অবরোধ, সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান কর্মসূচি ঘোষণা করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা বলেন, আবারও নতুন করে বিএনপি জামায়াত আগুন, সন্ত্রাস, নৈরাজ্যের পথে হাটছে।। এই ভোলার মাটিতে তাদের কোনো স্থান হবে না। যতদিন পর্যন্ত বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ চলবে, ততদিন পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরাও রাজপথে অটল থাকবে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সামছুদ্দিন আহমেদ সামছু, এবং জেলা কৃষক লীগের সভাপতি আল-মামুন আর রশিদ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, ভোলা জেলা তাঁতী লীগের আহ্বায়ক এনামুল হক প্রমুখ।

৫৯ বার পড়া হয়েছে।