বিএনপির সাবেক এমপি,সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী ও তার গাড়ি চালক আনসার আলী গুমের ১১ বছর উপলক্ষে তাদের সন্ধান কামনায় সোমবার বাদ আসর হযরত শাহজালাল র. এর মাজার মসজিদে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে গুমের শিকার হওয়া জননেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও আনসার আলী সহ গুম হওয়া নেতৃবৃন্দের সন্ধান কামনা করে মোনাজাত করা হয়।
একই সাথে রোববার ইন্তেকাল করা বর্ষিয়ান নেতা ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আহবায়ক, সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি শেখ মকন মিয়া চেয়ারম্যান এর আত্বার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর আত্বার মাগফেরাত কামনা করা হয় এবং বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠন সমুহের নেতৃবৃন্দের মধ্যে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের সদস্য সচিব এডভোকেট এটিএম ফয়েজ, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, কামরুল হাসান শাহীন, আব্দুল আহাদ খান জামাল, শামীম আহমদ, ময়নুল ইসলাম, জাকির হোসেন, আব্দুস শহীদ, লায়েস আহমদ, দেলোয়ার হোসেন চৌধুরী, আহসান মাহবুব, মিজানুর রহমান নেছার, হাসান মঈন উদ্দিন মইনুল, আমিনুর রহমান আমিন, আজিজ খান সজিব, সালেক আহমদ, ফাহিম রহমান মৌসুম, ইকবাল আহমদ, তানিমুল ইসলাম তানিম, ইমাম উদ্দিন রুজেল, জহিরুল ইসলাম আলাল, ইমরান, লায়েক আহমদ, মুস্তাফিজুর রহমান, আহমদ দুলাল মিয়া, নজরুল ইসলাম।