বিএনপির স্থায়ী কমিটি এক জরুরি বৈঠক ডেকেছে।
সোমবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জানা গেছে, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং সম্ভাব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ সার্বিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে। বিশেষ করে নির্বাচনকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকারের দাবি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্ভাব্য জোট গঠন নিয়েও বৈঠক থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।
বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।