রাইজিংসিলেট- বিএনপির ৬ নেতাকর্মী গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার প্রবেশমুখে বিএনপির অবস্থানের দিন আশুলিয়ায় বাসে আগুন দেয়ার ঘটনায় দলটির ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের পক্ষ থেকে তাদের গ্রেপ্তারের তথ্য জানানো হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা সবাই বিএনপি, যুবদল এবং ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা।
পুলিশ জানিয়েছে, গত ২৯ জুলাই বিকেল ৩টা ১০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিটের মধ্যে আশুলিয়ার নিরিবিলি এলাকায় বিকাশ পরিবহনের গাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় বিএনপির নেতাকর্মীরা। ওই ঘটনার একটি ভিডিও ফুটেজ দেখানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। ভিডিওতে একদল জনতাকে বাসের চাকায় পেট্রল ঢালতে এবং আগুন ধরাতে দেখা যায়।
১৭ বার পড়া হয়েছে।