
রাইজিংসিলেট- অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপি এখনো আস্থা রাখে বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রবিবার পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নে এক অসহায় বৃদ্ধ দম্পতিকে আর্থিক সহায়তা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বর্তমান সরকার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেবে—এমনটাই তাদের প্রত্যাশা।
রিজভীর সঙ্গে এসময় ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ জেলা বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তিনি অভিযোগ করেন, আগের সরকারের সময়ে কিছু গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক চুক্তি করা হয়েছিল, যেগুলো দেশের স্বার্থের পরিপন্থী ছিল। বিশেষ করে ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎচুক্তিকে তিনি রাষ্ট্রবিরোধী এবং জনগণের ওপর অতিরিক্ত বোঝা হিসেবে উল্লেখ করেন।
তার প্রশ্ন—ঝাড়খণ্ডে উৎপাদিত বিদ্যুতের একটা বড় অংশ কেন বাংলাদেশকে বাধ্যতামূলকভাবে নিতে হবে?
রিজভীর দাবি, এসব চুক্তিতে জনস্বার্থের বদলে বিদেশি প্রতিষ্ঠানের স্বার্থই বেশি প্রাধান্য পেয়েছে। দেশের কৌশলগত স্থাপনা—বিশেষ করে চট্টগ্রাম বন্দর—বিদেশি অপারেটরের কাছে হস্তান্তরের সম্ভাব্য উদ্যোগকেও তিনি অত্যন্ত সংবেদনশীল বলে উল্লেখ করেন। তাঁর মতে, এমন সিদ্ধান্ত দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
তিনি বলেন, উন্নয়ন ও বিনিয়োগ জরুরি হলেও তা কখনো দেশের স্বাধীনতা ও নিরাপত্তার বিনিময়ে হওয়া উচিত নয়।
আগের সরকারের কর্মকাণ্ডে জনঅসন্তোষ বেড়ে গিয়েছিল জানিয়ে রিজভী আশা প্রকাশ করেন, বর্তমান সরকার স্বচ্ছতা, জবাবদিহিতা ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।
মানবিক দায়িত্ববোধ থেকেই বিএনপি অসহায় মানুষের পাশে দাঁড়ায় বলে উল্লেখ করেন তিনি।