নির্বাচনকে সামনে রেখে বিএনপি কাজ করে যাচ্ছে বলেছেন,বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু । দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা আমরা জনগণের মাঝে বিতরণ করছি।
জনগণ যেন সংস্কার কর্মসূচি সম্পর্কে অবহিত হন। যাতে করে সুন্দর, সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে পারি। যেখানে সন্ত্রাস থাকবেনা, হানাহানি থাকবেনা মাদক থাকবেনা, চাঁদাবাজি থাকবেনা।
আগামী নির্বাচনে ৩ ধরনের প্রার্থীকে বিএনপি অগ্রাধিকার দেবে। যারা বিগত আন্দোলন কাজ করেছে, দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আছে, যারা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে এবং এলাকায় যাদের জনপ্রিয়তা রয়েছে তাদেরকেই প্রার্থী হিসবে মনোনয়ন দিবে বিএনপি।
শনিবার (২১ জুন) বিকেলে টাঙ্গাইলের ভূঞাপুরে থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাদশার কবর জিয়ারতকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় ভূঞাপুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াসসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।