• ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিএনপি-জামায়াত নির্বাচন ও গণতন্ত্র নিয়ে হইচই করছে: হাসানুল ইনু

risingsylhet.com
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৩
বিএনপি-জামায়াত নির্বাচন ও গণতন্ত্র নিয়ে হইচই করছে: হাসানুল ইনু

রাইজিংসিলেট- বিএনপি-জামায়াত ও কতিপয় বিদেশি চক্র নির্বাচন ও গণতন্ত্র নিয়ে হইচই করছে বলে মন্তব্য করেছেন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। এ চক্র এমন সব কর্মসূচি দিচ্ছে, তাতে দেশের অর্থনীতি ও মানুষের জানমাল এবং শান্তি নষ্ট হচ্ছে বলেও জানান তিনি।

বুধবার (৮ নভেম্বর) সকাল ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউজে দলীয় নেতাকর্মী ও সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন হাসানুল হক ইনু। তিনি বলেন, নির্বাচন নিয়ে হইচইয়ের আড়ালে মূলত বিএনপি ও বিদেশি চক্র সরকার অদল-বদলের একই সুরে তানপুরা বাজাচ্ছে। এর মাধ্যমে ৭৫ ও ১/১১ ঘটানোর একটা গন্ধ পাওয়া যাচ্ছে। একটা তাবেদার সরকার বানানোর চেষ্টা চলছে। এটা অত্যন্ত দুঃখজনক।

ইনু আরও বলেন, কোন অজুহাতেই বা কোন চক্রান্তে সাংবিধানিক ধারা বানচাল করতে দেয়া হবে না। খন্দকার মোশতাকের দালালরা দলকে দুর্বল করার চেষ্টা করে। আওয়ামী লীগের সাথে জাসদের রাজনৈতিক কোন বিরোধ নেই। মোশতাকের মত ঘাপটি মেরে থাকা দালালদের পায়ে পা লাগিয়ে ঝগড়া বাধানোকে আমরা আমলে নিচ্ছি না।

৮০ বার পড়া হয়েছে।