রাইজিংসিলেট- বিএনপি ডেঙ্গুর চেয়েও মারাত্মক বললেন তথ্যমন্ত্রী। ডেঙ্গু মারাত্মক, তবে বিএনপি তার চেয়েও বেশি মারাত্মক বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ডেঙ্গু কামড়ায় আর বিএনপি জীবন্ত মানুষ পোড়ায়। শুক্রবার (৪ আগস্ট) রাজধানীর খামারবাড়ি চত্বরে কৃষক লীগের এডিস মশক নিধন ও সচেতনতা শীর্ষক কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
বিএনপি জনগণের জন্য রাজনীতি করে না উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, তাদের (বিএনপি) রাজনীতি খালেদা জিয়া, তারেক জিয়া ও বেগম জিয়ার পরিবারের জন্য। বিএনপিকে লাঠিয়াল বাহিনী হিসেবে চায় খালেদা ও তারেক। সে কারণে কর্মসূচিতে তারা লাঠি নিয়ে হাজির হয়। তিনি বলেন, রাজনীতি একটি ব্রত। সে ব্রত নিয়েই চলে আওয়ামী লীগ। সে কারণেই যখন দেশে কোনো দুর্যোগ-দুর্বিপাক আসে, এ দল মানুষের পাশে দাঁড়ায়। বিরোধী দলে থাকলেও আমরা তাই করেছি। দলীয় নেত্রী আমাদের এ শিক্ষাই দিয়েছেন। করোনা মহামারির সময়েও মানুষের পাশে দাঁড়াতে গিয়ে আওয়ামী লীগের ৫ জন নেতা, মন্ত্রিপরিষদের একজন সদস্য আর দলের প্রায় এক হাজারের মতো নেতাকর্মী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
বিএনপির কর্মসূচির প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগের এ নেতা বলেন, ডেঙ্গু ভয়ংকর, তাই নিধন করতে হবে। বিএনপি আরও ভয়ংকর। সে কারণে বিএনপিকে প্রতিরোধ করতে হবে।
৬৫ বার পড়া হয়েছে।