ঢাকাসোমবার , ২৬ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নেতাকে গু লি করে হ ত্যা,দুই শ্যুটারকে শনাক্ত করেছে পুলিশ

rising sylhet
rising sylhet
মে ২৬, ২০২৫ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি নেতা কামরুল আহসান সাধনকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সোমবার (২৬ মে) সকালে অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী দিলরুবা আক্তার। প্রথমিকভাবে হত্যার ঘটনায় দুই শ্যুটারকে শনাক্ত করেছে পুলিশ।

নিহত কামরুলের বাসা গুদারাঘাট এলাকায়। তিনি পেশায় ডিশ ব্যবসায়ী ছিলেন।

এর আগে, রাজনৈতিক কাজ শেষে রোববার (২৫ মে) রাতে ঢাকার মধ্যবাড্ডার গুদারাঘাট ৪ নম্বর রোডের সাবেক কমিশনার কাইয়ুমের কার্যালয়ের বিপরীতে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন বিএনপি কামরুল আহসান সাধন। এমন সময় পেছন থেকে এসে দুই যুবক খুব কাছ তাকে গুলি করে। দুর্বৃত্তরা হেঁটে এসেছিলেন, তাদের মুখে মাস্ক ছিল। গুলিবিদ্ধ অবস্থায় কামরুলের রক্তাক্ত দেহ সেখানেই বেশ কিছু সময় পড়েছিল। পরে লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার ওসির মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থলের আশপাশের একাধিক সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গুদারাঘাট ৪ নম্বর রোডে দুজন ব্যক্তি কামরুলকে এলোপাতাড়ি গুলি করে হেঁটে চলে যাচ্ছে। ঘটনার জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, সিসি ক্যামেরা ফুটেজে যে দুজনকে গুলি করতে দেখা গেছে, তাদের শনাক্ত করা হয়েছে। এখন তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।