• ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিগত দুই দশক এই নগরবাসী নগরীর কোন উন্নয়ন দেখতে পায়নি: আতিকুর রহমান আতিক

risingsylhet.com
প্রকাশিত জুন ৫, ২০২৩
বিগত দুই দশক এই নগরবাসী নগরীর কোন উন্নয়ন দেখতে পায়নি: আতিকুর রহমান আতিক

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আতিকুর রহমান আতিক বলেছেন, বিগত দুই দশক এই নগরবাসী নগরীর কোন উন্নয়ন দেখতে পায়নি। যা হয়েছে তা ছিলো বিউটিফিকেশন। ইনশাআল্লাহ নজরুল ইসলাম বাবুল মেয়র নির্বাচিত হলে এই নগরীর রূপ পাল্টে যাবে। তিনি একজন সৎ, পরোপকারী ব্যক্তিত্ব তার নেতৃত্বে সিটি কর্পোরেশনের সকলধরনের দূনীতি ও লুটপাট বন্ধ করা হবে। তাকে আপনারা আগামী ২১ জুনের সিটি কর্পোরেশন নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করুন।

তিনি সোমবার (৫ জুন) রাতে নগরীর করেরপাড়ায় ৮নং ওয়ার্ডবাসীর উদ্যোগে শ্রীহট্ট সৎসঙ্গ বিহার মন্দিরের সামনে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুলের লাঙ্গল প্রতীকের সমর্থনে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

৮নং ওয়ার্ডের বিশিষ্ট যুব নেতা সুশংক দাস শংকরের সভাপতিত্বে পথ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম শাহজাদা, সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন খালেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য মুজিবুর রহমান, সিলেট মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুশ শহীদ লস্কর বসির, জাতীয় যুব সংহতি সিলেট জেলা শাখার আহ্বায়ক মর্তুজা আহমদ চৌধুরী।

পথ সভায় সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম বাবুল তার বক্তব্যে বলেন, আমি মিথ্যা আশ্বাসে বিশ্বাস করি না। যদি মেয়র নির্বাচিত হই, তাহলে নগরীর সম্প্রসারিত ওয়ার্ডগুলোকে নিয়ে একটি মাস্টার প্ল্যানের মাধ্যমে এই নগরীকে একটি নান্দনিক নগরীতে রূপান্তরিত করবো।
পথ সভায় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, রাশেন্দ্র দাস, মঞ্জু তালুকদার, নিমাই দাস, গিরিন্দ্র, পিংকু চৌধুরী, শৈলেন, লিটন রায় প্রমুখ।

বার পড়া হয়েছে।