
রাইজিংসিলেট- মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট জেলা আইনজীবী সমিতি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে। মঙ্গলবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল), সহ-সভাপতি এডভোকেট জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন) ও এডভোকেট মোহাম্মদ মখলিছুর রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট মো. জোবায়ের বখ্ত জুবেরসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদকদ্বয়, বিভিন্ন সম্পাদকমণ্ডলীর সদস্য, নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত আইনজীবী, সমিতির সদস্যবৃন্দ, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সিলেট জেলা আইনজীবী সমিতির বিপুল সংখ্যক বিজ্ঞ আইনজীবী।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।