
বৃহত্তর সুবিধাজার ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও এসবি কমিউনিকেশন সেন্টার এর প্রোপাইটর বিজিত লাল দাশ এর উওর ছিনতাইকারীদের হামলার প্রতিবাদে ও ছিনতাইকারীদের গ্রেফতারের দাবিতে বৃহত্তর সুবিধাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) বেলা ২টায় নগরীর সুবিদবাজার পয়েন্টে অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন বৃহত্তর সুবিধাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সৈয়দ জুবায়ের আহমদ।
বৃহত্তর সুবিধাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ শফিক নূর এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সুবিদ বাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা মাহবুব কাদির শাহী, সায়ীদ মোঃ আব্দুল্লাহ, লল্লিক আহমদ চৌধুরী, কামাল আহমদ, আব্দুল কাইয়ুম, আম্বরখানা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলজার আহমদ, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ-সভাপতি নুরুল ইসলাম সুমন, সদস্য মো:আব্দুল আহাদ চৌধুরী, সুবিদ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক আহ্বায়ক ছাদিক আহমদ , আব্দুল মুকিত রিপন, সু্বিদ বাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি তানজিল আহমদ অনিক, সহ-সভাপতি ছাব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক সাইদুল আলম সোহান, দপ্তর সম্পাদক আনিসুর রহমান মিলন, প্রচার সম্পাদক সুজন খান সাকিব, আইন বিষয়ক সম্পাদক জুনায়েদ আহমেদ, ক্রীড়া সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন, আবু সালেহ ইয়াহিয়া, বেলাল হোসেন রতন, সবুজ মিয়া, আব্দুল বাছিত রিমন, মাকবুল আহমদ শামীম, জালাল উদ্দিন, কাওসার আহমদ, মোঃ শিহাব উদ্দিন, ডাক্তার মোঃ মাহবুবুর রাজা মাসুক, ডাক্তার মোহাম্মদ আব্দুল জব্বার, আব্দুল আহাদ চৌধুরী, হারুন মাস্টার, মৃদুল চন্দ্র, আকরাম আলী, এখলাছুর রহমান, মোঃ আব্দুলাহ চৌধুরী, মোহাম্মদ সাইদুর রহমান, মোঃ ফয়সাল আহমদ, স্বপ্না বেগম, হোসনেয়ারা বেগম, সাদিকুন্নাহার, কফিল উদ্দিন মিয়া কাঞ্চন, জসীমউদ্দীন, মোঃ সিরাজ মিয়া, আব্দুল মোতালেব, জামাল আহমদ, পরিমল নাথ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ব্যবসায়ী বিজিত লাল দাশ এর ছিনতাই ও হামলাকারীদের এখনো আইনের আওতায় নিয়ে না আসায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। ছিনতাইকারীদের উপদ্রবে ব্যবসায়ীরা নিরাপদে ঘরে যেতে ভয় পান। অবিলম্বে ভিজিত লালকে ছিনতাইকারীদের গ্রেপ্তার ও ছিনতাইকৃত টাকা উদ্ধার করার জন্য আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি। অন্যথায় সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীদের নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব।