প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর উদ্যোগে দুঃস্থ ও দরিদ্র জনসাধারণের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে সিলেট মহানগরীর টুকেরবাজারস্থ আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় দুইশত মানুষের মাঝে এ ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল জিএইচএম সেলিম হাসান।
এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় ১৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি আজকে সাধারণ মানুষের মধ্যে ইফতার ও রাতের খাবার বিতরণ করেছে। বাংলাদেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু এবং মাদক পাচার প্রতিরোধসহ অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষার কাজে বিজিবি ‘অতন্দ্র প্রহরী’র দায়িত্ব পালন করার পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
অপারেশনাল ও প্রশাসনিক কর্মকান্ডের পাশাপাশি জনগণের সার্বিক কল্যাণে এ ধরণের কর্মকান্ড অব্যাহত থাকবে বলেও তিনি জানান।