• ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিজিবি ১৯ ব্যাটালিয়নের উদ্যোগে ইফতার বিতরণ

risingsylhet.com
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর উদ্যোগে দুঃস্থ ও দরিদ্র জনসাধারণের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে।

বুধবার বিকেলে সিলেট মহানগরীর টুকেরবাজারস্থ আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় দুইশত মানুষের মাঝে এ ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল জিএইচএম সেলিম হাসান।
এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় ১৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি আজকে সাধারণ মানুষের মধ্যে ইফতার ও রাতের খাবার বিতরণ করেছে। বাংলাদেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু এবং মাদক পাচার প্রতিরোধসহ অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষার কাজে বিজিবি ‘অতন্দ্র প্রহরী’র দায়িত্ব পালন করার পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

অপারেশনাল ও প্রশাসনিক কর্মকান্ডের পাশাপাশি জনগণের সার্বিক কল্যাণে এ ধরণের কর্মকান্ড অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

১৯ বার পড়া হয়েছে।