raising sylhet
ঢাকাবৃহস্পতিবার , ১৩ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বিজিবি ১৯ ব্যাটালিয়নের উদ্যোগে ইফতার বিতরণ

rising sylhet
rising sylhet
এপ্রিল ১৩, ২০২৩ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর উদ্যোগে দুঃস্থ ও দরিদ্র জনসাধারণের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে।

বুধবার বিকেলে সিলেট মহানগরীর টুকেরবাজারস্থ আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় দুইশত মানুষের মাঝে এ ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল জিএইচএম সেলিম হাসান।
এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় ১৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি আজকে সাধারণ মানুষের মধ্যে ইফতার ও রাতের খাবার বিতরণ করেছে। বাংলাদেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু এবং মাদক পাচার প্রতিরোধসহ অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষার কাজে বিজিবি ‘অতন্দ্র প্রহরী’র দায়িত্ব পালন করার পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

Advertisements

অপারেশনাল ও প্রশাসনিক কর্মকান্ডের পাশাপাশি জনগণের সার্বিক কল্যাণে এ ধরণের কর্মকান্ড অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

৮৬ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।