• ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিদেশি পিস্তলসহ গ্রেফতার ১

risingsylhet.com
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৩

রাইজিংসিলেট- বিদেশি পিস্তলসহ গ্রেফতার ১ ওয়ারীতে,বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১০ জানায়, মঙ্গলবার র‌্যাব-১০ এর একটি দল রাজধানী ঢাকার ওয়ারী থানাধীন বাবলী রোজ গার্ডেন এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এতে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও এক রাউন্ড অ্যামুনেশনসহ কাজী মাইদুল ইসলাম ওরফে তায়েফ (৩৮) নামের এক অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়। রাজধানীর ওয়ারী থেকে বিদেশি পিস্তলসহ কাজী মাইদুল ইসলাম ওরফে তায়েফ (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও এক রাউন্ড অ্যামুনেশন, নগদ অর্থ উদ্ধার করা হয়।

এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৯০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

বার পড়া হয়েছে।