রাইজিংসিলেট-বিদেশি পিস্তল, গুলিসহ ২জন গ্রেপ্তার, রোববার গভীর রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল নগরীর শাসনগাছা এলাকায় অভিযান চালিয়ে কুমিল্লায় বিদেশি পিস্তল ও গুলিসহ আলী হাসান রিয়াদ ও মো. শামীম নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
জেলা ডিবির ওসি রাজেশ বড়ুয়া জানান, ডিবির একটি দল নগরীর শাসনগাছা এলাকায় অস্ত্র উদ্ধার অভিযানে মাঠে নামে। এসময় আদর্শ সদর উপজেলার শিমপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে আলী হাসান রিয়াদ (২৯) ও তার সহযোগী চান্দিনার পরচঙ্গা গ্রামের আলী আহমদের ছেলে মো. শামীমকে (২৮) গ্রেপ্তার করে। এসময় পুলিশ তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
৭৮ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।