ঢাকামঙ্গলবার , ৯ জুলাই ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বিদেশী মদ সহ বটেশ্বর এলাকা থেকে এক যুবককে আ ট ক

rising sylhet
rising sylhet
জুলাই ৯, ২০২৪ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

বিদেশী মদ সহ মো. আসাদুজ্জামান তামিম (২৬) নামে বটেশ্বর এলাকা থেকে এক যুবককে আটক করেছে শাহপরাণ (রহঃ) থানা পুলিশ।

আটক তামিম সুনামগঞ্জের বণানী পাড়া এলাকার শামীমুজ্জামানের ছেলে।

সোমবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শাহপরাণ (রহঃ) থানার বটেশ্বর বাজার এলাকায় একটি লেগুনা থেকে এসব মাদক জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে শাহপরাণ (রহঃ) থানার বটেশ্বর বাজার এলাকায় একটি লেগুনায় তল্লাশী করে ১০ বোতল বিদেশী মদ সহ ওই যুবককে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।

৮৪ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।