
রাইজিংসিলেট- বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরে পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে লিগের পুরো সময় বেশ কয়েকজন খেলোয়াড়কে পাওয়া নাও যেতে পারে।
খবরে বলা হচ্ছে, বিপিএলে দল পাওয়া পাকিস্তানের বেশিরভাগ ক্রিকেটার বর্তমানে জাতীয় দলের স্কোয়াডে থাকায় টুর্নামেন্টে তাদের সম্পূর্ণ মৌসুম খেলাটা সন্দেহের মুখে পড়েছে। পাশাপাশি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) টি–টোয়েন্টি দলের নিয়মিত সদস্যদের নো–অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দেওয়া কতটা উপযুক্ত হবে—সেটিও গভীরভাবে বিবেচনা করছে। প্রত্যেক খেলোয়াড়ের এনওসি ‘কেস–টু–কেস’ ভিত্তিতে যাচাই করা হবে বলে জানা গেলেও এখনো আনুষ্ঠানিকভাবে অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত জানায়নি পিসিবি।
২৬ ডিসেম্বর থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে বিপিএল। একই সময়ে শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান দল, আর জানুয়ারির শেষদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে আরেকটি সিরিজ আয়োজনের পরিকল্পনা রয়েছে। ফলে পাকিস্তানি খেলোয়াড়দের সম্ভাব্য সীমিত উপস্থিতি সম্পর্কে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোকে আগেই অবহিত করা হয়েছে।
বিপিএলে দল পাওয়া পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে আছেন—সাইম আয়ুব, খাজা নাফি, সুফিয়ান মুকিম, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নওয়াজ, জাহানদাদ খান, ইহসানুল্লাহ, হায়দার আলি, উসমান খান, আবরার আহমেদ ও মোহাম্মদ আমির। এদের মধ্যে সাইম, সাহিবজাদা, উসমান, আবরার এবং নওয়াজ পাকিস্তানের টি–টোয়েন্টি দলের নিয়মিত মুখ।
শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ নির্ধারিত রয়েছে ৭, ৯ ও ১১ জানুয়ারি ডাম্বুলায়। ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এ সিরিজকে প্রস্তুতির অংশ হিসাবে দেখা হচ্ছে। ওই সফর শেষে জানুয়ারির শেষদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে আরেকটি টি–টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান।