ঢাকাশনিবার , ১৭ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিপিজেএ দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পাভেল ও সাধারণ সম্পাদক রাব্বী

rising sylhet
rising sylhet
মে ১৭, ২০২৫ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বিপিজেএ সিলেট বিভাগীয় কমিটির ২০২৫-২০২৭ সনের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পাভেল ও সাধারণ সম্পাদক রাব্বী

আজ শনিবার (১৭ মে) দুপুরে নগরীর লামাবাজারস্থ লাবিস্তা হোটেলের হলরুমে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির ২০২৫-২০২৭ সনের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নাজমুল কবির পাভেল ও সাধারণ সম্পাদক পদে আশকার আমিন রাব্বী নির্বাচিত হয়েছেন।

মোট ২৭ ভোটের মধ্যে পাভেল পান ২২টি ও রাব্বী পান ২০টি ভোট।

এছাড়া নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন সহ-সভাপতি: হুমায়ুন কবির লিটন ও শেখ আব্দুল মজিদ, কোষাধ্যক্ষ: জাবেদ আহমদ।

এর আগে, বিনা প্রতিদ্বন্ধী চার জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন, সহ-সাধারণ সম্পাদক এসএম রফিকুল ইসলাম সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেজা রুবেল, নির্বাহী সদস্য আজমল আলী।

জানা যায়, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির ২০২৫-২৭ সালের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নাজমুল কবীর পাভেল (২২ ভোট) পেয়ে বিজয়ী হয়েছেন এবং প্রতিদ্বন্ধী দুলাল হোসেন (৫ ভোট) পেয়ে পরাজিত হয়েছেন। সহ সভাপতি পদে হুমায়ুন কবির লিটন (২৩ ভোট), শেখ আব্দুল মজিদ (১৪ ভোট) পেয়ে বিজয়ী হয়েছেন এবং প্রতিদ্বন্ধী মো. নুরুল ইসলাম (৮ ভোট) ও শাহ মো. কয়েস আহমদ (৩ ভোট) পেয়ে পরাজিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে আশকার ইবনে আমিন লস্কর রাব্বী (২০ ভোট) পেয়ে বিজয়ী হয়েছেন এবং প্রতিদ্বন্ধী মো. নুরুল ইসলাম (৭ ভোট) পেয়ে পরাজিত হয়েছেন। কোষাধক্ষ্য পদে জাবেদ আহমদ (২০ ভোট) পেয়ে বিজয় লাভ করেন এবং প্রতিদ্বন্ধী মো. শাহীন আহমদ (৭ ভোট) পেয়ে পরাজিত হয়েছেন।সিলেট ভ্রমণ প্যাকেজ

এদিকে, বৃহস্পতিবার (১৫ মে) নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে। কমিশনের দায়িত্বে ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। প্রার্থী তালিকা প্রকাশ ও নির্বাচনের পুরো কার্যক্রম অনুষ্ঠিত হয় অ্যাসোসিয়েশনের মধুবনস্থ নিজস্ব কার্যালয়ের ড. রাগীব আলী ফটো গ্যালারির হলরুমে।সিলেট ভ্রমণ প্যাকেজ

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন-সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম, সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও দৈনিক সমকালের স্টাফ ফটো সাংবাদিক ইউসুফ আলী।

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির ২০২৫-২৭ সালে মোট ২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তারা হলেন- ইউসুফ আলী, হুমায়ুন কবির লিটন, মো. নুরুল ইসলাম, মো. শাহীন আহমদ, মাহমুদ হোসেন, সুব্রত দাস, রেজা রুবেল, পল্লব ভট্টাচার্য্য, শেখ আশরাফুল আলম নাসির, আশকার আমিন লস্কর রাব্বী, আনিস মাহমুদ, মো. নুরুল ইসলাম, আনোয়ার হোসেন, মামুন হাসান, নাজমুল কবীর পাভেল, দুলাল হোসেন, শংকর দাস, শাহ মো. কয়েছ আহমদ, জাবেদ আহমদ, ইকবাল মুন্সি, এসএম রফিকুল ইসলাম সুজন, শেখ আব্দুল মজিদ, এইচ এম শহিদুল ইসলাম, মামুন হোসেন, আজমল আলী, আব্দুল খালিক, একরাম হোসেন।

এবারই প্রথমবারের মতো অ্যাসোসিয়েশনের সকল পদে একটি পূর্ণাঙ্গ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০০০ সালের ৭ মে প্রতিষ্ঠিত এ সংগঠন সিলেটের স্থানীয় ও জাতীয় পত্রিকায় কর্মরত ফটো সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। ২০২৩-২০২৫ সনের কমিটির সময়ে সংগঠন নিজস্ব কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।