বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেটের নবগঠিত কমিটির সভাপতি আব্দুল বাতিন ফয়সল ও সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলামসহ কমিটির সকল সদস্যদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি ইন্দ্রজিৎ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক কাজী বোরহান উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন এক বিবৃতে বলেন, আশাকরি ফটোসাংবাদিকরা তাদের কর্মকান্ডে আরো বেশী শ্রদ্ধাশীল ও মনোযোগী হয়ে ফটোসাংবাদিকতায় মান মর্যাদা অক্ষুন্ন রাখবে।
আশারাখি পেশাগত দায়িত্ব পালনে এবং ফটোসাংবাদিকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে কাজ করে সংগঠনের ভাবমূর্তি সু-সংগঠিত করে সংগঠনকে গতিশীল ও বেগবান করবে। বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের সিলেটের সাফল্য ও সকলের সুস্থাস্থ্য কামনা করছি।
১৮ বার পড়া হয়েছে।