ঢাকাসোমবার , ৫ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বিবাহিত পুরুষের হার সবচেয়ে কম সিলেটে, বেশি যে জেলায়

rising sylhet
rising sylhet
ফেব্রুয়ারি ৫, ২০২৪ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- দেশের প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের ৬৩ দশমিক ৯ ভাগ এখন বিবাহিত, আর ২৮ দশমিক ৭ ভাগ মানুষ কখনও বিয়ে করেননি।  পরিসংখ্যান বলছে, দেশে বেড়েছে বিবাহিত মানুষের হার।  বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্‌স ২০২২-এ এসব তথ্য উঠে এসেছে।

জরিপে অনুযায়ী, বিবাহিত পুরুষের অনুপাত সবচেয়ে বেশি রাজশাহী বিভাগে।  আর বিবাহিত পুরুষ সবচেয়ে কম সিলেটে।  পুরুষদের মধ্যে অবিবাহিত থাকার অনুপাত সবচেয়ে কম রাজশাহী বিভাগে, ৪৩.০১ শতাংশ।  আর অবিবাহিত পুরুষের হার বেশি সিলেটে।  এ বিভাগের ৫৭.৪২ শতাংশ পুরুষ অবিবাহিত।  রাজশাহীর পর বিবাহিত পুরুষের হার সংখ্যা সবচেয়ে বেশি খুলনা ও রংপুরে।

বিবিএসের জরিপে আরও উঠে এসেছে, দেশের ৪৯.৯৪ শতাংশ পুরুষ এবং ৫৩.২৯ শতাংশ নারী বর্তমানে বিবাহবন্ধনে আবদ্ধ রয়েছেন।  শহর ও গ্রামাঞ্চল নির্বিশেষে এ চিত্র প্রায় একইরকম।  সামগ্রিকভাবে দেখা গেছে, কখনোই বিয়ে করেননি এমন পুরুষ জনসংখ্যার অনুপাত ৪৮.৪৯ শতাংশ এবং নারীদের ক্ষেত্রে তা ৩৬.৪২ শতাংশ।

এছাড়া সামগ্রিক নমুনা জনসংখ্যার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বিবাহিত পুরুষদের মধ্যে বিপত্নীক হয়েছেন ১.০৭ শতাংশ।  তবে বিধবা নারীর অনুপাত অনেক বেশি।  দেশে ৯.০৮ বিধবা নারীর উপস্থিতি মিলেছে জরিপে।

৪৯৫ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।