raising sylhet
ঢাকাবুধবার , ২২ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বিবি’স ট্রাস্ট ও ব্যারিষ্টার এম এ সালাম’র উদ্যোগে ১২শ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

rising sylhet
rising sylhet
মার্চ ২২, ২০২৩ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

বিবি’স ট্রাস্ট ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার এম এ সালাম এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে গরীব, দুস্থ, অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দক্ষিণ সুরমার উপজেলার মোগলাবাজার ইউনিয়নের রায়বান গ্রামের নিজবাড়ীতে এলাকার ৪০টি গ্রামের প্রায় ১২শ পরিবারের মধ্যে বিতরণ করা হয়।
খাদ্য বিতরণকালে ব্যারিষ্টার এম এ সালাম বলেন, পবিত্র মাহে রমজানের তাৎপর্য, গুরুত্ব বজায় রেখে কাজ করতে হবে। তিনি বলেন, পবিত্র মাহে রমজান মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, এ মাসের ফজিলত, বরকত সব চেয়ে বেশি। তিনি বলেন, দ্রব্যমূল্যের চরম উর্ধ্বাগতির কারণে মধ্যবিত্ত, গরীব, দরিদ্র মানুষেরা খুবই কষ্ঠে দিনযাপন করছেন। তাই মানুষের কল্যাণে, দরিদ্র, অসহায় মানুষের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি সমাজের সকল বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান।
খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন বিবি’স ট্রাস্ট’র চেয়ারপার্সন রওশন আরা বিবি, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান হাবীব, বিএনপি নেতা আজির উদ্দিন , শামীম সিদ্দিকী, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহবায়ক বাবর, সিনিয়র যুগ্ম আহবায়ক মকসুদুল করিম নুহেল, যুগ্ম আহবায়ক আজমল হোসেন তুহিন, কাওসার আহমেদ নামর, আনহার আহমদ মারনুস, মন্টু কুমার নাথ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি রাসেল আহমদ, যুগ্ম সম্পাদক জোবায়ের আহমদ লিলু, দক্ষিণ সুরমা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান, ফেঞ্জুগঞ্জ ছাত্রদলের সদস্য সচিব আল মারুফ, ফেঞ্চুগঞ্জ যুবদলের যুগ্ম আহবায়ক তারেক আহমদ প্রমুখ। -বিজ্ঞপ্তি

Advertisements
৬৯ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।