ঢাকামঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বিভিন্ন সীমান্ত এলাকা থেকে অর্ধ কোটি টাকার পণ্য আ ট ক

rising sylhet
rising sylhet
ফেব্রুয়ারি ৪, ২০২৫ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

তাহিরপুর, দোয়ারাবাজার ও সদর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে সাড়ে ৫৫ লাখ টাকা মূল্যের ভারতীয় ওষুধ, ফুসকা, চিনি, গরু, কয়লা, মেহেদী ও মোটরসাইকেল জব্দ করেছেন বিজিবির সদস্যরা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।

এ বিষয়ে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্তের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ভারতীয় ওষুধসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে পণ্য আনা চোরাকারবারিরা পালিয়ে গেছে। জব্দকৃত ওষুধ ও অন্যান্য মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, সোমবার রাতে সুনামগঞ্জের চিনাউড়া সীমান্তের মালাইগাঁও এলাকা থেকে প্রায় ৫৩ লাখ টাকা মূল্যের ২৫১৬০ পিস ভারতীয় ওষুধ জব্দ করেন বিজিবির সদস্যরা। এ ছাড়া মঙ্গলবার ভোরে ডলুরা, চিনাকান্দি, বালিয়াঘাটা, পেকপাড়া এবং টেকেরঘাট সীমান্ত থেকে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ভারতীয় ফুসকা, চিনি, গরু, কয়লা, মেহেদী এবং মোটরসাইকেল জব্দ করা হয়। তবে এসব ভারতীয় পণ্য জব্দ করলেও অবৈধভাবে পণ্য আমদানিকারী কাউকে আটক করতে পারেনি বিজিবি। এ সময় পণ্য রেখেই চোরাকারবারিরা পালিয়ে যায়।

৩৬ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।