দেশের বিশাল জনগোষ্ঠী আমাদের যুব সমাজ বলেছেন,সিলেট মহানগর জামায়াতের আমীর ও জালালাবাদ যুব ফোরাম মহানগরের উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম । তাদেরকে সঠিক গাইডলাইন দিতে পারলে তারা সৎ, দক্ষ ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠবে। আর্ত মানবতার কল্যাণে কাজ করার জন্য তাদেরকে উদ্ধুদ্ধ করতে হবে। এতে দেশ জাতি ও সমাজ উপকৃত হবে।
তিনি বলেন, শিশুরা আমাদের সম্পদ। সময় মতো তাদের সুন্নাতে খতনা দেয়া অভিভাবকদের নৈতিক দায়িত্ব। অনেকেই অসচ্ছলতার কারণে সময় মতো খতনা দিতে পারেন না। তাই সামর্থবানদের উচিত সুন্নাতে খতনা কাজে সহযোগিতা করা। এক্ষেত্রে জালালাবাদ যুব ফোরামের ফ্রি খতনা ক্যাম্প একটি সময়োপযোগি ও মহৎ উদ্যোগ। পৃষ্টপোষকতার মাধ্যমে এর ধারাবাহিকতা রক্ষা করতে হবে।
তিনি বুধবার মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জালালাবাদ যুব ফোরাম সিলেট মহানগরের বিমানবন্দর থানা শাখার উদ্যোগে অনুষ্ঠিত ফ্রি খতনা ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। নগরীর ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সায়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ’র সুবিদবাজারস্থ বাসায় উক্ত খতনা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ফ্রি খতনা ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে ২৪ জন অসচ্ছল শিশুকে খতনা, নতুন কাপড় ও প্রয়োজনীয় ওষুধপত্র দেয়া হয়।
ফোরামের বিমানবন্দর থানা সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত খতনা ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফোরামের বিমানবন্দর থানার প্রধান উপদেষ্টা শফিকুল আলম মফিক, উপদেষ্টা আনোয়ার হোসেন পাঠান, আব্দুস সালাম ও ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সায়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- যুবনেতা ইঞ্জিনয়ার জাফর আলী, কাজী মিজান, আল-আমিন প্রমূখ।