শেরপুর হাইওয়ে ও ওসমানীনগর থানা পুলিশ ওসমানীনগরে কাশিকাপন সিলমানপুর গ্রামের বিমান বাড়ির সামন থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে ।
আজ রবিবার (২৭ অক্টোবর) দুপুর ১২ টার দিকে এ লাশ উদ্ধার করা হয়। যুবকের সঠিক পরিচয় নিশ্চিত না হলেও তার সাথে থাকা জাতীয় পরিচয়পত্র সুত্রে জানা যায়, নিহতের নাম রুহুল আমীন, তার বাড়ি সিলেট সদর থানার সাগরদিঘীর পাড়।
লাশ উদ্ধারের সময় উপস্থিত ছিলেন ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মো. মোনায়েম মিয়া। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে কি কারণে ঘটনাটি ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। লাশের সাথে এনআইডি কার্ড পাওয়া গেলেও ঠিকানা নিশ্চিত করা যাচ্ছে না।
জানা যায়, সকালে এক মহিলা প্রথমে এ লাশ দেখতে পান। খবর পেয়ে স্থানীয়রা ভীড় করেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয় জনতার সহায়তায় লাশ উদ্ধার করা হয়।
এ সময় তার পাশে একটি মটর সাইকেলও পাওয়া যায়। সে সড়ক দুর্ঘটনায় মারা যায় না কেউ তাকে মেরে ফেলে যায় এব্যাপারে কেউ নিশ্চিত হতে পারছেন না।
মোটর সাইকেল নং হচ্ছে- সিলেট মেট্রো-ল-১২-২১৫৪। এ সময় সিলেট-ঢাকা মহাসড়কে যানবাহন আটকা পড়ে। ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে যানবাহন চলাচলে স্বাভাবিক করেন।