সোমবার (৩ ফেব্রুয়ারি) বিয়ানীবাজার উপজেলার ফেনগ্রাম চন্দগ্রাম বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আব্দুল্লাহ ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জনকল্যাণ সমিতি ফেনগ্রামের আয়োজনে এবং প্রবাসীদের সহযোগিতায় এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
প্রধান বক্তার বক্তব্য রাখেন- দক্ষিণ মুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আল মামুন।
জনকল্যাণ সমিতি ফেনগ্রামের সভাপতি মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক বদরুল হোসেন তুহিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা মো. আনোয়ার হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিয়ানীবাজার পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মিসবাহ উদ্দিন, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক এবং কাতার প্রবাসী মোহাম্মদ আব্দুল্লাহ, জনকল্যাণ সমিতি ফেনগ্রামের উপদেষ্টা মো. দেলোয়ার হোসেন, সহ সভাপতি আব্দুল হামিদ, ফ্রান্স সমাজকল্যাণ সমিতি ফেনগ্রামের সাধারণ সম্পাদক জামিলুর রহমান, গোলাপ শাহ যুব সংঘের সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ, শুকতারা জনমঙ্গল সমিতি খাসারিপার সদস্য আহসান জামিল।
এছাড়াও জার্মান প্রবাসী মাহফুজ আহমদ, কাতার প্রবাসী সাব্বির আহমদ, সাংবাদিক জয়নাল আহমদ এবং কাতার প্রবাসী জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আয়োজকরা জানান, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করবে। টুর্নামেন্টটির মাধ্যমে ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রুহিন ইসলাম, হাসান আহমেদ, সাইদুর রহমান, নাইমুর রহমান, আব্দুদ দাইয়ান, রায়হান হুসাইন, আরিফ, এমাদ, মাহিন প্রমুখ।