raising sylhet
ঢাকাসোমবার , ১০ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপির অবস্থান কর্মসূচী পালিত

rising sylhet
rising sylhet
এপ্রিল ১০, ২০২৩ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, যতই ষড়যন্ত্র হোক না কেন এদেশে আওয়ামীলীগকে আর কোন পাতানো নির্বাচন করতে দেয়া হবেনা। বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচীকে সরকার বরদাশত করতে পারছেনা। যতই হামলা মামলা গ্রেফতার নির্যাতন হোক না কেন বিজয় নিশ্চিত ছাড়া চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন থামানোর সাধ্য ফ্যাসিস্ট সরকারের নেই। মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেতে রাজপথে নেমে এসেছে। সরকারকে অবশ্যই নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে।

তিনি সোমবার বিএনপি কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। অবস্থান কর্মসূচীতে বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Advertisements

বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ছরওয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচীতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা সৈয়দ রেজাউল করিম আলো, বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল, গোলাপগঞ্জ পৌর বিএনপির যুগ্ম সম্পাদক
কাউন্সিলার জামিল আহমদ চৌধুরী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা সহ-সভাপতি আতাউর রহমান, অহিদ আহমদ তালুকদার, দেলওয়ার হোসেন মুক্তা, পৌর সহ-সভাপতি মাহির উদ্দিন, সেলিম উদ্দিন, আতাউর রহমান বাধন, উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি ছরওয়ার আহমদ সুমন, উপজেলার যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, জাকারিয়া আহমদ, কবির আহমদ, আফজল আহমদ, কয়েস আহমদ, ছাত্রদল নেতা এমরান আহমদ, যুবদল নেতা ফয়েজ আহমদ, ছত্রদল নেতা ইমরান আহমদ ইমন, যুবদল নেতা দেলওয়ার হোসেন জায়েদ, লিমন আহমদ, পাবেল আহমদ, ওমর আহমদ, বিএনপি নেতা হারুনুর রশীদ, মাহবুবুর রহমান চেয়ারম্যান, মানিক মিয়া ও আলী আহমদ মেম্বার প্রমূখ।

৭১ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।