রাইজিংসিলেট- বিয়েতে শাহরুখ খানসহ অন্যান্য বরযাত্রীদের কত টাকার উপহার দিয়েছেন অনন্ত আম্বানি। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে এখন টক অব দ্য টাউন। এই বিয়ে নিয়ে আলোচনা যেন থামছেই না। শুক্রবার (১২ জুলাই) বিয়ে হয়েছে মুকেশ ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের। বলিউড হলিউডের তারকারা হাজির হয়েছিলেন বিয়েতে। এমনকি বরযাত্রী হিসেবেও গিয়েছেন তারা। ভালোবেসে তাই তাদের উপহার দিয়েছেন আম্বানি পুত্র।
ইন্ডিয়ান এক্সপ্রেস প্রতিবেদন থেকে জানা যায়, অনন্ত আম্বানি তার বিয়ের ২৫ জন বরযাত্রীদের বিলাসবহুল ঘড়ি উপহার দিয়েছেন। প্রতিটি ঘড়ির মূল্য ২ কোটি রুপির বেশি। এই তালিকায় রয়েছেন শাহরুখ খান, রণবীর সিং, অর্জুন কাপুর, শিখর পাহাড়িয়া, বীর পাহাড়িয়া, মিজান জাফরিসহ আরো অনেকে।
অনন্ত আম্বানির উপহার দেয়া ঘড়িটি প্রস্তুত করেছে সুইজারল্যান্ডের বিলাসবহুল ব্র্যান্ড অডেমার্স পিগুয়েট। ঘড়িটির বাজারমূল্য ২ লাখ ৫০ হাজার ডলার। ঘড়িটি ডেমার্স পিগুয়েট রয়্যাল ওক পারপেচুয়াল ক্যালেন্ডার মডেলের। বিলাসনহুল ঘড়িটি তৈরিতে ১৮ ক্যারেটের রোজ গোল্ড ব্যবহার করা হয়েছে। এ উপহার পাওয়ার পর একসঙ্গে ছবিও তুলেন তারা। যেসব ছবি ও ভিডিও এখন অন্তর্জালে ভাইরাল। একটি ছবিতে দেখা যায় ঘড়ি হাতে রণবীর সিং।
অনন্ত নিজে ঘড়ির বিষয়ে খুব শৌখিন। বিশ্বের সেরা সব ব্র্যান্ডের ঘড়ি রয়েছে তার সংগ্রহে। এ সব ঘড়ির কোনটির দাম ১২ কোটি তো কোনটির ৫০ কোটি টাকা। তাই ঘড়ি উপহার দিতেও কার্পণ্য করেননি তিনি।