raising sylhet
ঢাকাবৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বিয়ে নিয়ে মুখ খুললেন তৌহিদ আফ্রিদি ‍

rising sylhet
rising sylhet
নভেম্বর ১৪, ২০২৪ ৯:০৫ অপরাহ্ণ
Link Copied!

এবার বিয়ে নিয়ে মুখ খুললেন তৌহিদ আফ্রিদি ‍নিজেই।

দুইদিন ধরে ছড়িয়ে পড়া ছবিগুলোতে আফ্রিদি ও রাইসার বিয়ের সাজের একাধিক স্থিরচিত্র দেখা গেছে।

তবে তা নিশ্চিত করতে পারছিলেন না কেউই।

দুই পরিবার থেকেও এ নিয়ে কথা বলতে শোনা যায়নি।

Advertisements

তৌহিদ আফ্রিদি গণমাধ্যমকে জানালেন, অনলাইনসহ বিভিন্ন সংবাদমাধ্যমে এসেছে- গোপনে বিয়ে করেছি। ঘটনা সত্য নয়। বিয়েতে অনেকে উপস্থিত ছিলেন। জাস্ট কাবিন করা হয়েছে। মূল অনুষ্ঠান পরে হবে। আমি তো দেখতে গিয়ে বিয়ে করে ফেলেছি।

আফ্রিদি বলেন, মেয়ের বাড়িতে তাকে দেখতে গিয়ে বিয়ে করে ফেলেছেন তিনি। পারিবারিক সে আয়োজনে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও তার ঘনিষ্ঠ কয়েকজন মানুষ। পরে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে।

আফ্রিদির ভাষ্য, আমার স্ত্রীর বোন মূলত টিকটক করেন। দুই বোনের চেহারা অনেকটাই এক। সে কারণে অনেকে বিভ্রান্ত হয়ে রাইসাকে টিকটকার মনে করেছেন।

৩৯ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।