দিনাজপুরের বিরামপুরে ২০২৪-২৫ অর্থবছরে খরিখ-২/ মৌসুমে মাসকালাই, গ্রীস্মকালীন পেঁয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উপকরণ হিসেবে ( বীজ ও সার) বিতরণের শুভ উদ্বোধন হয়েছে।
৯ সেপ্টেম্বর সোমবার সকাল এগারোটায় উপজেলা চaত্বরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিরামপুর,দিনাজপুর আয়োজিত সার ও বীজ বিতরণের সময় উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, উপ-সহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মিসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায় জানান, ভাতের সাথে প্রোটিনের চাহিদা সমোন্নত রাখতে ও প্রোটিনের চাহিদা বাড়াতে অত্র উপজেলার ৪০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রত্যেককে ৫ কেজি মাসকালাই, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।