raising sylhet
ঢাকাসোমবার , ৯ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ৯, ২০২৪ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের বিরামপুরে ২০২৪-২৫ অর্থবছরে খরিখ-২/ মৌসুমে মাসকালাই, গ্রীস্মকালীন পেঁয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ‍্যে প্রণোদনা কর্মসূচীর আওয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল‍্যে উপকরণ হিসেবে ( বীজ ও সার) বিতরণের শুভ উদ্বোধন হয়েছে।

৯ সেপ্টেম্বর সোমবার সকাল এগারোটায় উপজেলা চaত্বরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন।

Advertisements

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিরামপুর,দিনাজপুর আয়োজিত সার ও বীজ বিতরণের সময় উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, উপ-সহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মিসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায় জানান, ভাতের সাথে প্রোটিনের চাহিদা সমোন্নত রাখতে ও প্রোটিনের চাহিদা বাড়াতে অত্র উপজেলার ৪০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রত‍্যেককে ৫ কেজি মাসকালাই, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।

৫৩ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।