ঢাকাশনিবার , ১৫ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা ব্রাজিল আফ্রিকার শক্তিশালী দল সেনেগালের মুখোমুখি হচ্ছে

rising sylhet
rising sylhet
নভেম্বর ১৫, ২০২৫ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

ads

শনিবার (১৫ নভেম্বর) রাত ১০টায় আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা ব্রাজিল আফ্রিকার শক্তিশালী দল সেনেগালের মুখোমুখি হচ্ছে। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে ব্রাজিলের সামনে আছে দুর্দান্ত ফুটবল উপহার দেওয়ার পাশাপাশি গত কিছু ম্যাচের ধাক্কা সামলানোর চ্যালেঞ্জ।

অন্যদিকে, আফ্রিকার এই শক্তিশালী দল সেনেগাল ইউরোপের শীর্ষ ক্লাবে খেলানো সাদিও মানে, ক্লদিও কাউলিবালি, নিকোলাস জ্যাকসন এবং ইসমাইল সারসহ অভিজ্ঞ ও প্রতিভাবান খেলোয়াড় নিয়ে গঠিত।

গত ম্যাচগুলোতে ব্রাজিলের পারফরম্যান্স মিশ্র রয়ে গেছে। বিশ্বকাপ বাছাইপর্বে বলিভিয়ার বিপক্ষে হারের পর আন্তর্জাতিক বিরতিতে দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে হারানোর পরেও জাপানের কাছে ৩-২ গোলে হারতে হয়েছে সেলেসাওদের। এর আগেও ২০২৩ সালে লিসবনে সেনেগালের বিরুদ্ধে ৪-২ গোলে হেরেছিল ব্রাজিল।

দুই দলের এই মুখোমুখি লড়াই হবে বিশ্বকাপের আগে একটি বড় পরীক্ষা, যা থেকে ধারণা পাওয়া যাবে কারা বিশ্বকাপের মঞ্চে কতটা প্রস্তুত।

সেনেগালের সম্ভাব্য একাদশ: এডওয়ার্ড মেন্ডি (আল আহলি). অ্যালেক্সজান্ডার মেন্ডি (মন্টিপেলিয়ের), ক্লদিও কাউলিবালি (আল হিলাল), মুসা নিয়াখাতে (লিঁও), হাডজি ডিওফ (সাবাস), ইদ্রিসা গুয়ে (এভারটন), পাপে গুয়ে (ভিয়ারিয়াল), মাতার সার (টটেনহ্যাম), ইসমাইল সার (ক্রিস্টাল প্যালেস), নিকোলাস জ্যাকশন (বায়ার্ন মিউনিখ), ইলিম্যান নাদিয়ে (এভারটন)।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ: এদেরসন মোরালেস (ফেনারবাচে), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), মার্কুনিয়োস (পিএসজি), গ্যাব্রিয়েল মাঘালহায়েস (আর্সেনাল), কায়ো হেনরিক (মোনাকো), কাসেমিরো (ম্যানইউ), ব্রুনো গিমারেজ (নিউক্যাসল), ম্যাথিউস কুনিয়া (ম্যানইউ), রদ্রিগো রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), এস্তোভাও উইলিয়াম (চেলসি), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।