raising sylhet
ঢাকাশনিবার , ২৫ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপে খেলা ৩ তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে কলকাতা

rising sylhet
rising sylhet
নভেম্বর ২৫, ২০২৩ ১২:২৪ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- অস্ট্রেলিয়ার হেক্সা মিশনের মধ্যদিয়ে শেষ হয়েছে ওয়ানডে বিশ্বকাপের যাত্রা। এবার দলগুলো প্রস্তুতি নেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। যেটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে। তবে তার আগে নিজেদের প্রস্তুত করতে অংশগ্রহণকারী দলগুলো মাঠে নামবে। আগামী বিশ্বকাপ যেহেতু টি-টোয়েন্টি ফরমেটে তার আগে খেলোয়াড়রা নিজেদের ঝালিয়ে নেয়ার ‍সুযোগ পাচ্ছে। সবচেয়ে বড় সুযোগ তৈরি করে দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)।

আগামী বছর মাঠে গড়াতে যাচ্ছে আইপিএলের ১৭তম আসর। আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটির নিলাম। তার আগে আগামী ২৬ নভেম্বরের মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানাতে হবে তারা কোন কোন ক্রিকেটারকে ধরে রাখবে, কাদের ছেড়ে দিবে। সে হিসেবে কলকাতা বিশ্বকাপ খেলা তিন তারকা ক্রিকেটারকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। যেখানে রয়েছেন একজন ভারতীয় ও দু’জন নিউজিল্যান্ডের।

তবে গত বছর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন ওঠা ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেলকে ১৭তম আসরে কলকাতার হয়ে ২২ গজ মাতাতে দেখা যাবে। গত আইপিএলে ব্যাট হাতে ঝলসে উঠতে ব্যর্থ হন এ অলরাউন্ডার। তাই দাবি উঠেছিল তাকে বাদ দেয়ার। ছেড়ে দেয়া তিন ক্রিকেটার হলেন, ভারতের শার্দূল ঠাকুর ও নিউজিল্যান্ডের লকি ফার্গুসন এবং টিম সাউদি।

গত বছর নিলামে শার্দূলকে ১০ কোটি টাকায় কিনেছিল কলকাতা। ১১ ম্যাচ খেরে ৭টি উইকেট নিতে পেরেছিলেন তিনি। ব্যাট হাতে করেছিলেন ১৬৮ রান। অন্যদিকে ফার্গুসন তিন ম্যাচ খেলে নিতে পেরেছিলেন মাত্র এক উইকেট তার জন্য ওভার প্রতি দিয়েছিলেন ১২ রান। সাউদি দুই ম্যাচ খেলে কোনো উইকেট পাননি, ওভার প্রতি ১৩ রান করে দিয়েছিলেন।

এবার কলকাতার তাদের পুরোনো তারকা গৌতম গম্ভীরকে মেন্টর হিসেবে দলে টেনেছে। দু’বার আইপিএল ট্রফি পাইয়ে দেয়া সাবেক অধিনায়কের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে দল গঠনের ক্ষেত্রে। ক্রিকেটার ছাড়ার ব্যাপারেও নেয়া হয়েছে তার মতামত।

১৬০ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।