ঢাকাশুক্রবার , ২৭ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপ জিততে পাকিস্তানকে ৬ টা ম্যাচ জিততেই হবে

rising sylhet
rising sylhet
অক্টোবর ২৭, ২০২৩ ১০:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- টানা দুই জয়ের পর তিন পরাজয়। পাকিস্তান দলের চলমান বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পথটা বেশ কঠিন এখন। প্রথম পর্বে বাকি থাকা চার ম্যাচের একটিতে হারলেও বিদায় নিতে পারে ১৯৯২ এর চ্যাম্পিয়নরা। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া যাকে বলে, বাবর আজমরা এখন সেই পরিস্থিতিতে।

তবে পাকিস্তান দলের পরিচালক মিকি আর্থার শুনিয়েছেন সেমিফাইনালের চেয়েও বড় স্বপ্নের গল্প। বিশ্বকাপে টানা ছয় ম্যাচ জিতে শিরোপা জিততে পারে বলে মন্তব্য পাকিস্তান দলের ক্রিকেট পরিচালকের। শুধু বিশ্বকাপ জেতার সম্ভাবনার কথাই বলেননি, জোর দিতে গিয়ে বলেছেন ‘পাকিস্তানের বিশ্বকাপ না জেতার কোনো কারণ নেই।’

চেন্নাইয়ে আজ শক্তিশালী দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাবর আজমরা। এই ম্যাচের আগে পাকিস্তান দল নিয়ে আশাবাদ শুনিয়েছেন একসময় দক্ষিণ আফ্রিকাকে কোচিং করানো আর্থার। পিসিবি ডিজিটালকে তিনি বলেন, ‘ড্রেসিংরুমে আমরা বলেছি, বিশ্বকাপ জিততে আমাদের ছয়টা ম্যাচ জিততে হবে। আমাদের জয়ের ধারা ধরে রাখতে হবে এবং টানা ছয়টিতে জিততে হবে। আমরা জানি, দল হিসেবে আমাদের কৌশলের শতভাগ নিশ্চিত করতে হবে। পরিকল্পনার শতভাগ বাস্তবায়ন করতে হবে। আর সেটা যদি করা যায়, পাকিস্তানের বিশ্বকাপ না জেতার কোনো কারণই নেই।’

অবশ্য পদ্ধতিগতভাবে আর্থারের কথায় ভুল নেই। লিগ পর্বের বাকি চার ম্যাচ জিতলে পাকিস্তানের পয়েন্ট হবে ১২, যা সেমিফাইনালে ওঠার জন্য যথেষ্ট হওয়ার সম্ভাবনা। এরপর নকআউট পর্বে সেমিফাইনাল ও ফাইনাল জিতলেই ট্রফি জয়।

‘এখন পর্যন্ত একটা ম্যাচেও আমরা পুরোপুরি জ্বলে উঠতে পারিনি। আমাদের (কোচিং স্টাফ) এখন পারফেক্ট ম্যাচের জন্য পরামর্শ ও তথ্য দিয়ে খেলোয়াড়দের মধ্যে বিশ্বাস জোগাতে হবে। আমরা জানি, আমাদের পারফেক্ট ক্রিকেটই জয়ের জন্য যথেষ্ট। এটাই যেকোনো দলকে হারিয়ে দিতে যথেষ্ট।’ যুক্ত করেন আর্থার।

২৭৫ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।