বিশ্বকাপ বাছাই দলে মেসি। বিশ্বকাপ জিতে নিজের ক্যারিয়ারকে পূর্ণতা দিয়েছেন গত বছরই।
কেউ কেউ ভেবেছিলেন এরপরই হয়তো আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলবেন লিওনেল মেসি । কিন্তু না, চ্যাম্পিয়ন তকমায় খেলে যেতে চান আরও কিছুদিন। সেই ধারাবাহিকতায় আগামী বিশ্বকাপ বাছাইপর্বের দলেও জায়গা করে নিয়েছেন এই ফরোয়ার্ড।
এসেইসায় লিওনেল মেসি স্পোর্টস কমপ্লেক্সে আগামী সোমবার ক্যাম্প শুরু করবে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আগামী ৮ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল ৬টায় ইকুয়েডরের মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্তাল স্টেডিয়ামে। এরপর ১২ সেপ্টেম্বর দিবাগত রাত ২টায় বলিভিয়ার বিপক্ষে লড়বে লিওনেল স্কালোনির দল। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৬২৫ মিটার উঁচুতে অবস্থিত লা পাজ স্টেডিয়ামে হবে ম্যাচটি।
আর্জেন্টিনা স্কোয়াড
ফরোয়ার্ড: হুলিয়ান আলভারেস, লুকাস বেলত্রান, আনহেল কোরেয়া, আনহেল দি মারিয়া, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গনসালেস, লাউতারো মার্তিনেস, লিওনেল মেসি, আলান ভেলাস্কো।
গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি, ওয়ালতার বেনিতেস, এমিলিয়ানো মার্তিনেস, হুয়ান মুসো।
ডিফেন্ডার: লুকাস এসকিভেল, হুয়ান ফয়েত, লিসান্দ্রো মার্তিনেস, নাহুয়েল মলিনা, গনসালো মনতিয়েল, নিকোলাস ওতামেন্দি, গেরমান পেসেয়া, ক্রিস্তিয়ান রোমেরো, মার্কোস সেনেসি, নিকোলাস তালিয়াফিকো।
মিডফিল্ডার: থিয়াগো আলমাদা, ফাকুন্দো বুনানোতে, রদ্রিগো দে পল, এনসো ফার্নান্দেস, আলেক্সিস মাক আলিস্তার, এজেকেল পালাসিওস, লেয়ান্দ্রো পারদেস, গিদো রদ্রিগেস, ব্রুনো সাপেয়ি।