রাইজিংসিলেট- বিশ্বনাথে আ.লীগ নেতাকে কু পি য়ে… হ ত্যা। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক আওয়ামী লীগ নেতাকে হত্যা করা হয়েছে। তিনি উপজেলার রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও নওধার পূর্ব পাড়া গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে মনিরুজ্জামান লিলু (৪৮)।
তার ভাতিজা বাবুল মিয়া জানান, বুধবার গ্রামের মসজিদে এশার নামাজ শেষে বাড়িতে রওয়ানা দেন। এসময় বাড়ির রাস্তায় সিএনজি চালিত অটোরিকশায় কয়েকজন সন্ত্রাসী এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। খবর পেয়ে তাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
ওসি রমা প্রসাদ চক্রবর্তী বলেন, তারা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে সেনাবাহিনীসহ একদল পুলিশ পাঠিয়েছেন। সুরতহাল রিপোর্ট শেষে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৬৫ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।