প্রথমবারের মতো সিলেটের বিশ্বনাথে আয়োজন করা হয়েছে ‘হাজী মোঃ দয়াল উদ্দিন তালুকদার চেয়ারম্যান কাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২০২৩-২০২৪’।
উদ্বোধন অনুষ্ঠান ও খেলা ৩১ ডিসেম্বর বিশ্বনাথের রামসুন্দর অগ্রগামী সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে আর ড্র অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারি রাত সাড়ে আটটায়।
বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ দয়াল উদ্দিন তালুকদারের আয়োজনে ও বিশ্বনাথ উপজেলা ব্যাডমিন্টন এসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিতব্য টুর্ণামেন্টে দেশের যেকোন প্রান্ত থেকে অংশ নিতে পারবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। খেলায় এন্টি ফি হিসেবে রাখা হয়েছে ১ হাজার ৫ টাকা।
খেলায় প্রথম পুরস্কার হিসেবে রয়েছে একটি আকর্ষণীয় নতুন মোটর সাইকেল। ২য় পুরস্কার হিসেবে রয়েছে একটি আকর্ষণীয় নতুন ফ্রিজার। এছাড়াও আরও বিভিন্ন পুরস্কার রয়েছে।
খেলায় অংশ নিতে সাঈদ আহমদ (০১৭১৬৪৬৬০২১) অথবা রওশন স্পোর্টস (০১৭১২০৭১৫৭৫) নাম্বারে যোগাযোগ করা যাবে।