রাইজিংসিলেট- বিশ্বনাথে ছু`রি`কা`ঘা`তে করে ৩ লক্ষ টাকা ছি ন তা ই। সিলেটের বিশ্বনাথে দিন-দুপুরে বিকাশের ডিষ্টোভিশন সেলস্ অফিসারকে ছুরিকাঘাত করে ৩ লাখ ১ হাজার টাকা নিয়ে গেছে ছিনতাইকারিরা। ওই ডিষ্টোভিশন সেলস্ অফিসারের নাম শংকু মোহন ধর। তিনি বিশ্বনাথ উপজেলার দায়িত্বে কাজ করেন।
সোমবার দুপুর সাড়ে ১২ থেকে ১টার ভেতরে উপজেলার ‘বিশ্বনাথ রামধানা রোডের’ রামধানা এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
ওসমানীনগরের তাজপুর কদমতলার ডিষ্টোভিশন অফিসের ডিষ্টোভিশন ম্যানেজার (ডিএম) জুনেদ আহমদ জানান, অজ্ঞাতনামা ছিনতাইকারিরা তাদের বিকাশের ডিষ্টোভিশন সেলস্ অফিসার শংকু মোহন ধর’র কাছ থেকে পথরোধ করে ছুরিকাঘাতের মাধ্যমে ৩ লাখ ১ হাজার টাকা নিয়ে যায় ছিনতাইকারিরা। এসময় ছিনতাইকারিরা ডিষ্টোভিশন সেল্স অফিসার শংকু মোহন ধর’র গলায় দু’টি ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।
এ ঘটনায় ডিষ্টোভিশন ম্যানেজার (ডিএম) জুনেদ আহমদ বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান।
থানার ওসি রুবেল মিয়া বলেন, তাদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। তবে তারা ২দিন সময় চেয়ে আপাদত মামলা রেকর্ড না করার জন্য অনুরোধ করেছেন।