• ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিশ্বনাথে মুক্তিযোদ্ধা সমাবেশ- শফিক চৌধুরী’কে মনোনয়ন দেয়ার দাবি

risingsylhet.com
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৩
বিশ্বনাথে মুক্তিযোদ্ধা সমাবেশ- শফিক চৌধুরী’কে মনোনয়ন দেয়ার দাবি

রাইজিংসিলেট- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটে-২ আসনে নৌকার মনোনয়ন দেয়ার দাবি জানিয়ে সমাবেশ করেছেন উপজেলার বীরমুক্তিযোদ্ধারা। তারা সাবেক সংসদ সদস্য ও বর্তমান জেলা আ’লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীকে এবার মনোনয়ন দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানান।

বুধবার দুপুরে বিশ্বনাথ উপজেলা পরিষদ হলরুমে এই সমাবেশ করেন বীরমুক্তিযোদ্ধারা। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াহিদ আলীর সভাপতিত্বে ও ডেপুটি কমান্ডার রনজিৎ ধর রন’র পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আফতাব আলী, হারিছ উদ্দিন, মকদ্দুছ আলী ও মুক্তিযোদ্ধা সন্তান জালাল মিয়া।

এসময় বীরমুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন, আজমান আলী, উস্তার আলী, তৈয়ব আলী, নজরুল ইসলাম, মতিলাল দে, নুরুল ইসলাম, ইন্তাজ আলী, মাহমদ আলী, ছানোয়ার আলী, আলমি উল্লাহ, মনির মিয়া, আছলম আলী, আব্দুর রাজ্জাক, আব্দুছ ছাত্তার, ছয়েদ আলী, উস্তার আলী, মোকাদ্দেছ আলী, তালেব আলী, আরশ আলী, মুসলিম আলী, আব্দুল মান্নান, আছলম মিয়া, ওয়াব আলী, উমেশ বৈদ্য, কিরন মালাকার, জমির আলী, হারিছ উদ্দিন আহমদ ও নিরেশ বৈদ্য।

৭১ বার পড়া হয়েছে।