সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের কাহিরঘাট বাজারের প্রায় লক্ষাধিক টাকার গাছ কেটে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি গত (২৯মার্চ) শুক্রবার। স্থানীয় একটি ভূমি খেকো চক্র প্রায় লাখ টাকা মুল্যের ৩টি গাছ কেটে বিক্রি করে দিয়েছে। সরকারি শত বছরের পুরনো গাছ গুলো কেটে ফেলায় নষ্ট হয়েছে বাজারের প্রকৃতিক সৌন্দর্য আর পরিবেশ। গাছ কাটার ১০/১২ দিন অতিবাহিত হলেও এখন কোন ব্যবস্থা নেয়নি উপজেলা প্রশাসন। স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার বলছেন তিনি বিষয়টি জানেনই না। তবে সরকারি গাছ কাটা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ দিকে কাহিরঘাট বাজার পরিচালনা কমিটির সভাপতি ইয়াবর আলী জানিয়েছেন, গাছগুলি সরকারি হলেও মসজিদের এরিয়ার পড়ে যায়। এই গাছের পাতা পড়ে মসজিদের পুকুরের পানি নষ্ট হয়ে যাওয়ায় কারণে, গাছগুলো বিক্রি করে মসজিদের ফান্ডে টাকা জমা রাখা হয়েছে। তিনি জানান গাছ বেশী নয় মাত্র ৩টি সরকারি গাছগুলো বিক্রি করা হয়েছে উপজেলার ধরারাই (কালাপানি) গ্রামের সাদাত হোসেনের কাছে।
অভিযোগ রয়েছে, ঐ বাজারে সরকারি জায়গা দখল করে স্থাপনা তৈরী করতে গাছ গুলো কাটা হয়েছে। মসজিদের পুকুরের পানি নষ্টের বিষয়টি একটি অযুহাত মাত্র।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তারের সাথে কথা বলে জানা যায়, বাজারের সরকারি গাছ কাটার বিষয়ে আমি কিছুই জানিনা। এমনকি আমার কাছে এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। এমনকি স্থানীয় বাজার কমিটি বা কোন জনপ্রতিনিধিও আমাকে বিষয়টি অবহিত করেননি।