• ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিশ্বনাথে ৫ পলাতক আসামি গ্রেপ্তার

risingsylhet.com
প্রকাশিত আগস্ট ৪, ২০২৩

রাইজিংসিলেট- বিশ্বনাথে ৫ পলাতক আসামি গ্রেপ্তার। সিলেটের বিশ্বনাথে এক রাতে অভিযান চালিয়ে ৫জন পলাতক আসামি গ্রেফতার করেছে থানাপুলিশ। তারা হলেন- উপজেলার ধীতপুর গ্রামের নেছাওর আলী (৪৮), তার ছেলে নুরুল হক (২৫)। গত ২০২২ সালে মারামারির ঘটনায় তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন পার্শবর্তি ইকবালপুর গ্রামের অসহায় কৃষক মানিক মিয়া (৩৫)। গ্রেফতারের পর তারা জেল থেকে বেরিয়ে বাদিকে দেখে নেয়ার হুমকি দিয়েছে বলে অভিযোগ করেছেন মানিক মিয়া। ফলে তিনি অনেকটা আতংকের মধ্যে আছেন।

এছাড়াও একই রাতে জানাইয়া গ্রামের সামাদ মিয়া (২৩), তার বড় বোন নাজমা বেগম (৫০) ও ভুরকি গ্রামের দিলোয়ার হোসেন (৩৯) কে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে থানাপুলিশ। গ্রেফতারকৃতদের শুক্রবার সকালে সিলেট আদালতে প্রেরন করা হয়েছে।

১৭ বার পড়া হয়েছে।