বিশ্বনাথ উপজেলায় এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল দশটার দিকে উপজেলার জানাইয়ার নোয়াগাঁও গ্রামের এ ঘটনা ঘটে। মো. সাঈম (১৭) ঐ এলাকার নিজাম উদ্দিনের ছেলে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া।
তিনি জানান, ঐ কিশোরের চাচার ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। শরীরে কোন শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।
জানা গেছে, সাঈমের পাশের বাড়ির তার চাচা তাহির মিয়ার ঘর থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
৪০ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।