ঢাকামঙ্গলবার , ১৪ মে ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বনাথ থানাপুলিশ সিলেট বিভাগের দুই কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করেছে

rising sylhet
rising sylhet
মে ১৪, ২০২৪ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বনাথ থানাপুলিশ সিলেট বিভাগের দুই কুখ্যাত ডাকাতকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে ।

মঙ্গলবার (১৪ মে) ভোররাত সাড়ে ৩ টার দিকে বিশ্বনাথ উপজেলার পার্শ্ববর্তী গ্রাম সুনাগঞ্জের জগন্নাথপুর থানার লহরীতে একটি বাড়িতে ডাকাতি করে তেসহ একদল ডাকাত। খবর পেয়ে ভোর সাড়ে ৫টার দিকে বিশ্বনাথ থানাপুলিশ অভিযান চালিয়ে থানার দেওকলস ইউনিয়নের গোদামঘাটস্থ কোনারাই গ্রাম থেকে দুই ডাকাতকে গ্রেফতার করে।

তারা দুজন সিলেট বিভাগের চিহ্নিত কুখ্যাত ডাকাত বলে জানিয়েছে পুলিশ। এর মধ্য একজন ডাকাত দলের সর্দার।

গ্রেফতারকালে তাদের কাছ থেকে ১ টি পাইপগান, ৫ রাউন্ড কার্তুজ ও ১টি চাকু জব্দ করা হয়।

সিলেট জেলা সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার সিলেটভিউ-কে জানান, ডাকাতি হয়েছে খবর পেয়েই বিশ্বনাথ থানাপুলিশের একটি চৌকস টিম কোনারাই গ্রাম থেকে এ দুজনকে গ্রেফতার করে। আজির আন্তঃবিভাগীয় ডাকাত দলের সর্দার, আহমদ তার একান্ত সহযোগী। আজিরের নেতৃত্বে সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ডাকাতি কার্যক্রম পরিচালিত হয়। আজির উদ্দিনের বিরুদ্ধে বিশ্বনাথসহ বিভিন্ন থানায় ১৮টি ডাকাতির মামলা চলমান রয়েছে। এছাড়া ১৮টি ওয়ারেন্টও রয়েছে তার বিরুদ্ধে। অপর ডাকাত আহমদ আলীর বিরুদ্ধে রাজনগর ও ফেঞ্চুগঞ্জ থানায় ৪টি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার বিকালে আদালতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বিশ্বনাথের দক্ষিণ সৎপুর গ্রামের আরাফাত উল্লাহ’র ছেলে আজির উদ্দিন (৪৭) ও মৌলভীবাজার জেলার রাজনগর থানার মশুরিয়া গ্রামের ফরমুজ আলীর ছেলে আহমদ আলী (৩৩)।

১২৬ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।