বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালন।
কোমর ব্যথায় ফিজিওথেরাপি একটি কার্যকরী চিকিৎসা পদ্ধতি ” – এই প্রতিপাদ্যকে নিয়ে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিন করেছে বিএসসি ইন ফিজিও থেরাপি স্টুডেন্টস আর টি এম আই মেডিকেল টেকনোলজি ইন্সটিটিউট। দিনটি উপলেক্ষ দুপুর ১টা ৩০ মিনিটে নগরীর শাহী ঈদগাহ, সংলগ্ন ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য রর্্যালী বের করা হয়। র্যালী পরবর্তি আর টি এম আই মেডিকেল টেকনোলমি ইন্সটিটিউট এর সভা কক্ষে এক আলোচনা সভা অনুিষ্ঠত হয়। সভায় সভাপতিও করেন বিএসসি ইন ফিজিওথেরাপি অনুষদের কোর্স কো-অর্ডিনেটর ডা. মুক্তি সরকার (পিটি) এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সটিটিউটের ডিরেক্টর ডা. এ. এস এস ফরিদুল ইসলাম লতিফি।
প্রধান অতিথি তার বক্তবে বলেন “বিশ্ব ফিজিওথেরাপি দিবসে কোমর ব্যথার গুরুত্বকে সামনে রেখে সচেতনতা বৃদ্ধি করা অত্যান্ত জরুরী। কোমর ব্যাথার সমস্যা সমাধানে ফিজিওথেরাপিষ্টগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করে। বিভিন্ন ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে কোমর ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব।”.
সভায় বক্তব্য রাখেন, ইন্সটিটিউট এর ডা. সুর্বত কুমার সিনহা (পিটি), লেকচারার ডা. মাহমুদা পিংকি, ডা. সালমা পাটয়ারী, ল্যাব ডিপার্ডেমন্ট এর কোর্স কো অর্ডিনেটর আলমগীর হোসেন। বিএসসি ইন ফিজিও থেরাপি স্টুডেন্টস ১ম বর্ষের ছাত্র আলমগীর হোসেন এবং আনন্দ বনিক।বক্তব্য রাখেন২য় বর্ষের ছাত্র নাকিব উল্লাহ নাকিব, সমগ্র অনুষ্ঠান ন সঞ্চালনা করেন ১১৯ বর্ষের ছাত্র মাহবুব উদ্দিন।