
রাইজিংসিলেট- বুধবার থেকে ভারতের পণ্যে ৫০% শুল্ক কার্যকর, যুক্তরাষ্ট্রের নতুন নোটিশ! ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে নতুন করে উচ্চ শুল্ক কার্যকর হতে যাচ্ছে। বুধবার থেকে এসব পণ্যের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সাম্প্রতিক নির্বাহী আদেশের মাধ্যমে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে।
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অধীনে কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন ইতোমধ্যেই এ সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করেছে।
যুক্তরাষ্ট্রের দাবি, ভারত এখনও রাশিয়া থেকে তেল আমদানি করছে, যা তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। ট্রাম্প প্রশাসনের মতে, যারা রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখেছে, তাদের উপর চাপ সৃষ্টি করাই এই নীতির মূল উদ্দেশ্য।
এর আগেও চলতি অগাস্টে ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছিল। এবার সেটিকে আরও বাড়িয়ে ৫০ শতাংশে উন্নীত করা হলো। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপকে “অযৌক্তিক, উসকানিমূলক এবং অনুপযুক্ত” হিসেবে বর্ণনা করেছে।
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বিবৃতিতে বলেছেন, কৃষক ও ক্ষুদ্র শিল্পের স্বার্থে তার সরকার কোনো আপস করবে না। তিনি বলেন, “আমাদের ওপর আন্তর্জাতিক চাপ বাড়তে পারে, কিন্তু আমরা তা দৃঢ়ভাবে মোকাবিলা করব।”
তিনি আরও দেশবাসীকে দেশীয় পণ্য ব্যবহারে উৎসাহ দিয়ে বলেন, “সবার উচিত ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্য কেনা ও ব্যবহার করা। ব্যবসায়ীদের উচিত তাদের দোকানে বড় করে জানিয়ে দেওয়া যে তারা শুধু স্বদেশি পণ্য বিক্রি করেন।”