• ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বুয়েট শিক্ষার্থীর পর এখন ২ কিশোরকেও জামিন

risingsylhet.com
প্রকাশিত আগস্ট ৪, ২০২৩
বুয়েট শিক্ষার্থীর পর এখন ২ কিশোরকেও জামিন

রাইজিংসিলেট- বুয়েট শিক্ষার্থীর পর এখন ২ কিশোরকেও জামিন। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে গ্রেপ্তার হওয়া দুই কিশোরকে জামিন দিয়েছেন আদালত। জামিন ঘোষণার সময় শিশু তানিমুল ইসলাম (১৫) ও রায়হান ইসলাম সাজিদ (১৭) আদালতে উপস্থিত ছিল না। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নারী ও শিশু আদালতের বিচারক মো. জাকির হোসেন তাদের জামিন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্ত দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের জামিন শুনানি হয় নারী ও শিশু আদালতে। জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষার্থীদের আইনজীবী তৈয়বুর রহমান বাবুল। এর আগে ২ আগস্ট বুয়েটের ২৪ শিক্ষার্থীসহ ৩২ শিক্ষার্থীর জামিন দেন তাহিরপুর আমল গ্রহণকারী আদালতের বিচারক মোহাম্মদ ফারহান সাদিক।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান,বুয়েটের ২৪ শিক্ষার্থীসহ ৩৪ শিক্ষার্থীকে জামিন দেওয়ার বিষয়ে আদালতের সিদ্ধান্তের বিষয়ে পুলিশের কোনো মন্তব্য নেই। আদালতের সিদ্ধান্তকে আমরা সম্মান করি।

উল্লেখ্য,গত রবিবার(৩০ জুলাই)একটি পর্যটকবাহী নৌকা থেকে টাংগুয়ার হাওর থেকে ট্যাকেরঘাট যাওয়ার পথে তাদের গ্রেপ্তার করে তাহিরপুর থানা পুলিশ। এঘটনা জানাজানি হলে উপজেলা ও জেলা জুড়ে তোলপার সৃষ্টি হয়। পুলিশের দাবি,গ্রেপ্তার সবাই ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী। এরপর আটকের ২৪ ঘন্টা পর সোমবার (৩১ জুলাই) বিকালে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ ঘটানো,জনসাধারণের জানমালের ক্ষতি সাধনের উদ্দেশ্যে গোপন ষড়যন্ত্র ও ধর্মীয় জিহাদ সৃষ্টির মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অপরাধে তাহিরপুর থানার উপ-পরিদর্শক(এসআই)রাশেদুল কবির বাদী হয়ে মামলা দায়ের করে সন্ধ্যায় আদালতে সোপর্দ করা হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফারহান সাদিক ৩২জনকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন এবং দুইজনের বয়স ১৮বছরের কম হওয়ায় তাদেরকে শিশু সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন নারী ও শিশু আদালতের বিচারক মো. জাকির হোসেন। এদের মধ্যে ৩১জন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী। অন্য তিন জনের দুই জন এই বছর এসএসসি পাস করেছে। একজন অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী।

১৭ বার পড়া হয়েছে।