• ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বৃত্তি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত

risingsylhet.com
প্রকাশিত আগস্ট ৮, ২০২৩
বৃত্তি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত

বৃত্তি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত

প্রাথমিক বৃত্তি পরীক্ষা নিয়ে মঙ্গলবার (৮ আগস্ট) সচিবালয়ে এক সভায় জানানো হয়,প্রাথমিকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে।
শিক্ষামন্ত্রী দীপু মনি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এবং দুই মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রাথমিকের বৃত্তি পরীক্ষা তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে কিভাবে মূল্যায়ন করা হবে সে বিষয়ে পরে জানানো হবে।

পঞ্চম শ্রেণীর বাছাই করা শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়ে থাকে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে উপজেলাভিত্তিক বৃত্তি দেওয়া হয়।

১৯ বার পড়া হয়েছে।