রাইজিংসিলেট- জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত তানিয়া। তিনি ফরিদপুরে সমাজসেবা অফিস পরিচালিত বৃদ্ধাশ্রম ‘শান্তি নিবাস’ এর বাসিন্দাদের নিয়ে ইফতারি করলেন।
বৃহস্পতিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় নিবাসের ৪০ জন বাসিন্দার জন্য ঈদ উপহার হিসেবে নতুন শাড়ি, কাপড়, পাঞ্জাবি নিয়ে হাজির হন তিনি।
এসময় তাদের খোঁজ খবর নেন তানিয়া। গল্প করতে করতে তাদের হাতে নতুন পোশাক তুলে দেন। পরে তাদের সকলকে নিয়ে একসাথে ইফতার করেন। বৃদ্ধাশ্রমের নিবাসীরা যাতে নতুন পোষাকে ঈদ উদযাপন করতে পারে এজন্য তানিয়ার নিজ উদ্যোগে এই প্রচেষ্টা।
ইফতারিতে জেলা সমাজসেবার উপ-পরিচালক আলী আহসান, মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি বিলকিস বেগম, শিক্ষা সম্পাদক রুবিয়া মিল্লাতসহ পরিবারের সদস্যরা ও শান্তি নিবাসের বাসিন্দারা উপস্থিত ছিলেন।
শান্তি নিবাসের বাসিন্দা আয়েশা বেগম (৬৮) বলেন, নিজের সন্তানেরাই খোঁজ নেয় নাই। তানিয়া মা ঈদের নতুন পোশাক নিয়ে আসলেন, খোঁজ খবর নিলেন। এমন সন্তান প্রতি ঘরে ঘরে জন্ম নিক। তানিয়ার জন্য দোয়া ও ভালবাসা রেখে সবাই খুশিতে মুগ্ধ।