• ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বৃহত্তর বালুচর শান্তি শৃঙ্খলা ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

risingsylhet.com
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৩

বৃহত্তর বালুচর শান্তি শৃঙ্খলা ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ও সংগঠনের প্রতিষ্ঠাতা মরহুম শেখ মনির উদ্দিনের পরিবারের সহযোগীতায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে নগরীর বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ৫শতাধিক মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

সংগঠনের সভাপতি এডভোকেট মুহিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ সিরাজ উদ্দিন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আসাদ জামান, সাংগঠনিক সম্পাদক ফয়জুর রহমান ফয়েজ, যুগ্ম সম্পাদক মাসুমুর রহমান মাসুম, উপদেষ্টা সিরাজুল ইসলাম, ফজলুল হক চৌধুরী, আবু মোহাম্মদ, মো. হেলু মিয়া, আল ইসলা’র সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, ৩৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও সিলেট প্রেস ক্লাবের সদস্য, সাংবাদিক বদরুর রহমান বাবর, নির্মাণ শ্রমিক ফেডারেশন সিলেট জেলার সভাপতি আব্দুর রহিম, মো. লালা, নুনু মিয়া, আজিজ চৌধুরী, আ. সালাম, সৈয়দ আবেদ, জাহাঙ্গীর, মোখলেছ প্রমুখ। বিজ্ঞপ্তি

বার পড়া হয়েছে।