ঢাকাশনিবার , ৬ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া ও ধানের শীষে ভোট চেয়ে খন্দকার মুক্তাদিরের গণসংযোগ অব্যাহত

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ৬, ২০২৫ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ads

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া ও ধানের শীষে ভোট চেয়ে নগরীর বিভিন্নস্থানে গণসংযোগ করছেন সিলেট-০১ (সিটি ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজার প্ল্যানেট আরাফ, লতিফ সেন্টার, কানিজ প্লাজা, ওভারসীজ সেন্টার থেকে গণসংযোগ শুরু করেন। বাদ জোহর গুম কৃত ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের পিতা ডা. মঈন উদ্দিন আহমদের নামাজে জানাজায় অংশ গ্রহণ করেন। পরে তিনি ৯নং ওয়ার্ডের সুরমা আবাসিক এলাকা ও ২৭নং ওয়ার্ডে গনসংযোগ করেন।

এসময় খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেটে অবকাঠামোগত উন্নয়ন খুবই প্রয়োজন। সিলেট থেকে ঢাকায় যেতে রাস্তায় সারা সময় লেগে যায়। সারা বিশ্বে ট্রেন ভ্রমণ তুলনামূলক নিরাপদ। কিন্তু আমাদের দেশের ট্রেনের অবস্থা অত্যন্ত নাজুক। আল্লাহ যদি সুযোগ দেন তাহলে সিলেট-ঢাকা রুটে ট্রেনের আধুনিকায়ন করা হবে। যাতে দ্রুততম সময়ে মানুষ চলাচল করতে পারেন।

তিনি গুম কৃত ইফতেখার আহমদ দিনারের পিতা ডা. মঈন উদ্দিন আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন. একজন বাবা তার জীবদ্দশায় ছেলের ফিরে আসার দৃশ্য দেখলেন না, এর চাইতে কষ্টের কী হতে পারে। এ বিষয়ে ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের পরিবারের মতো আমরাও গভীরভাবে ব্যথিত। তাঁর পিতা মরহুম মঈন উদ্দিনের রুহের মাগফিরাত কামনা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন  করেন তিনি।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, নিহার রঞ্জিন পুরকাস্থ, মুফতি রায়হান উদ্দিন মুন্না, জাহেদ আহমদ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।