
বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় সিলেটে খতমে কোরআন, বিশেষ দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) হযরত শাহ মীর (রহ.) হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন সম্পন্ন হয়।
দোয়া মাহফিলে দেশনেত্রীর দ্রুত সুস্থতা, দেশের শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন আহমদের পক্ষ থেকে, ঢাকা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক ফ্রান্স প্রবাসী মোহাম্মদ জুনেদ আহমদ এবং ওমান প্রবাসী সাবেক ছাত্রদল নেতা মো. সুজন আহমদের উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, শাহ মিরাজী মাদ্রাসার মুহতামিম মাওলানা আশরাফ আলী, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক রেজাউল করিম আলো, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান পাপ্পু, নেতা ললিক আহমদ চৌধুরী, মহানগর বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক শাহ সাইদুর রহমান হিরু, জিয়া উদ্দিন লিটন, সাজ্জাদ আহমদ, অলিউর রহমান ডেনিসহ জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবকদল এবং ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ।
এসময় আরও উপস্থিত ছিলেন কয়সর আহমদ চৌধুরী, লুৎফুর রহমান, অলী চৌধুরী, জামাল আহমদ খান, নাসিম আহমদ চৌধুরী, তোহেলুর রহমান শিপন, শাহ হাফিজ, জিল্লুর রহমান মনি, সাহিদ খান, খুকন আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাবেদ আহমদ, সিলেট ল কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাহিদ শিকদার, সুলতান মাহমুদ, সেলিম আহমদসহ আরও অনেকে।