• ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বেনাপোল থেকে ১৬টি শক্তিশালী ককটেল উদ্ধার

risingsylhet.com
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৩
বেনাপোল থেকে ১৬টি শক্তিশালী ককটেল উদ্ধার

বেনাপোল থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬টি শক্তিশালী ককটেল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ নভেম্বর) সকালে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের একটি পুকুর পাড় থেকে ককটেলগুলো উদ্ধার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন খবরে জানতে পারি, বালুন্ডা বাজারের পশ্চিম পাশে বালুন্ডা টু বারপোতা রাস্তার পাশে একটি পুকুরের পাড়ে ককটেল রয়েছে। এমন সংবাদে পুলিশ সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় কস্টেপ দ্বারা মোড়ানো১৬টি ককটেল উদ্ধার করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, ককটেলগুলো উদ্ধার করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আর কে বা কারা ককটেলগুলো সেখানে রেখেছিল তা খতিয়ে দেখাও হচ্ছে।

৪৬ বার পড়া হয়েছে।